গুজব এড়িয়ে সংবাদ পরিবেশন কৌশল নিয়ে সংলাপ
গুজব এড়িয়ে সংবাদ পরিবেশন কৌশল নিয়ে সংলাপ
মিথ্যা খবর, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য এড়িয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনের কৌশল নিয়ে গতকাল এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সংলাপে বক্তারা ফ্যাক্ট চেক করতে সাংবাদিকদের প্রথাগত কৌশলের পাশাপাশি নতুন প্রযুক্তির সহায়তা নেওয়ার গুরুত্ব দিয়েছেন। চট্টগ্রামের ওয়েল পার্কে ‘কনফ্রন্টিং মিসইনফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সংলাপে দেশের প্রধান সারির গণমাধ্যম এবং স্থানীয় পত্রিকাগুলোর সিনিয়র সাংবাদিক, ফ্যাক্ট-চেকার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পর্বে, সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন ‘ভুল খবর ছড়ানো রোধে সাংবাদিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ছাড়াও গুজব বা ভুল খবরের প্রচারণা রোধে ফ্যাক্ট চেকার এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয় সাধনের উপর তিনি জোর দেন। আলোচনায় সাংবাদিকতার বিভিন্ন সমস্যার বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে এবং এর ফলে বিভ্রান্তিমূলক তথ্য, মিথ্যা খবর ও গুজব ছড়িয়ে পড়ার দিকটিও আলোচনা করা হয়। সংলাপে ফ্যাক্ট-চেক নিয়ে আলোচক ছিলেন চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান এবং এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)’র ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির।
News Courtesy:
https://www.kalerkantho.com/print-edition/2nd-rajdhani/2023/03/16/1261453